জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড নতুন নিয়মে | Jonmo Nibondhon Download

4.5/5 - (61 votes)

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড PDF পিডিএফ Jonmo Nibondhon Download (জন্ম সনদ ফরম ডাউনলোড লিংক) ২০২৩

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুন: জন্ম নিবন্ধন সনদ প্রতিটি ব্যক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সনদপত্র। বেশ কিছুদিন ওয়েবসাইট সার্ভারে সমস্যা থাকার জন্য মানুষরা তা পাচ্ছেন না এরপর অবশেষে সার্ভারজনিত সমস্যা সমাধান করা হয়েছে।

এখন খুব সহজেই রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যাচ্ছে খুব সহজে।

আপনি নিজের বা কারো কি জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ এই আর্টিকেলটি পড়ার পর আপনি জানতে পারবেন কিভাবে অনলাইন হতে জন্ম নিবন্ধন চেক ও ডাউনলোড করা যায়।

এছাড়াও খুব সহজেই সংশোধন করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড,জন্ম সনদ ডাউনলোড,জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf,জন্ম সনদ ডাউনলোড pdf,জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোড pdf,জন্ম সনদ ফরম ডাউনলোড,jonmo nibondhon form,জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোড,জন্ম নিবন্ধন ফরম 2022

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড PDF | Birth Certificate Download



যাদের মনে হচ্ছে জন্ম নিবন্ধন সনদপত্র অরিজিনাল কপি অনলাইন থেকে ডাউনলোড করা যায় তাদের জন্য প্রথমেই এক বালতি সমবেদনা।

কারণ আপনি শুধুমাত্র অনলাইন থেকে সনদের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।  আর অরিজিনাল অফিশিয়াল কপির জন্য অবশ্যই নিকটস্থ ইউনিয়ন পরিষদে বা পৌরসভা থেকে তা আপনার থেকে নিতে হবে।

Jonmo Nibondhon Certificate পিডিএফ

আপনি যদি অনলাইন কপি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে ভিজিট করতে হবে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ এর অফিশিয়াল ওয়েবসাইটে

উক্ত ওয়েবসাইট ভিজিট করার পর কিভাবে অনলাইন কপি সংগ্রহ করবেন সে সম্পর্কে বিস্তারিত নিচে দেখানো হল।

নিচের ধাপ গুলো ভালো ভাবে লক্ষ্য করুন

  1. প্রথমে br.lgd.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. এরপর ওয়েবসাইটের মেনু থেকে verify birth certificate লিংকের উপর ক্লিক করুন।
  3. উক্ত পেইজ এ জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া রয়েছে। ওই পেজটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কি কি তথ্য নিয়ে আবেদন করতে হবে।
  4. এরপর আপনাকে https://bris.lgd.gov.bd/pub/?pg=verify_br ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।
  5. সেখানে আপনার জন্ম নিবন্ধন এর নাম্বার এবং জন্মতারিখ লিখতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রদর্শিত হবে।

জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড pdf,জন্ম নিবন্ধন খালি ফরম ডাউনলোড,জন্ম নিবন্ধন সনদ যাচাই,জন্ম নিবন্ধন ফরমেট,জন্ম নিবন্ধন ফরম 2022,jonmo nibondhon format,birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড,জন্ম নিবন্ধন ফরম ডাউনলোড,জন্ম সনদ ফরমেট,jonmo nibondhon form download,জন্ম নিবন্ধন ফরম,jonmo nibondhon certificate download,জন্ম নিবন্ধন কার্ড খালি ফরম,জন্ম নিবন্ধন খালি ফরমেট,জন্ম সনদ ফরম,jonmo nibondhon blank form,jonmo nibondhon form bd,

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই

উপরে দেয়া নির্দেশনা মোতাবেক জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। এবং আপনি চাইলে উক্ত কপি প্রিন্ট আউট বের করতে পারবেন।

অথবা আপনি যদি মনে করেন উক্ত ফাইলটি PDF আকারে সেভ করবেন তা হলে ডাউনলোড PDF বাটনে ক্লিক করুন।

আশা করবো আপনি সফলভাবে আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি যাচাই করতে পেরেছেন। আমাদের আমাদের আয়োজন আপনার কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করতে পারেন।

আপনারা যদি লেখাটি পড়ে উপকৃত হন সেক্ষেত্রে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Also Read: pes dmp gov bd | Dhaka Metropolitan Police ভাড়াটিয়া নিবন্ধন ফরম

RELATED ARTICLES

27 COMMENTS

  1. আমার জন্ম নিবন্ধন ফরম টি খুঁজে পাচ্ছিনা

  2. মোঃ আতিকুল ইসলাম
    পিতা খলিলুর রহমান
    মাতা মোছঃ আমিরোন নেছা
    গেলাম বিনবিনা
    ওয়াড 4
    থানা গং গাচারা
    উপোজেলা রংপুর

  3. আমি সংশদন এপলাই করতে পারছি না ।করতে গেলে ইউজার নাম পিন কোড চাচ্ছে কি করুনিয়

  4. ভাই আমি আমার মেয়ের জন্ম নিবন্ধন অনলাইন করতে চাই কি ভাবে করবো,, আমি চেষ্টা করছি বাট একটা লেখা আছে,, ফাইল করা হয়নি এখন কি করবো প্লিজ বলে দিলে ভালো হয়

    • আপনার যদি জন্ম নিবন্ধন করতে সমস্যা হয় তাহলে, ভালো কোন কম্পিউটারের দোকানে গিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। আবেদন করার পর যাচাই বাছাই এর পর একটি ফাইল তৈরি হবে। এরপর একটি প্রিন্ট কপি নিয়ে কমিশনার থেকে এপ্রোব করিয়ে নিতে হবে।

  5. জন্ম নিবন্ধন ২০০৮ সালে আমার বাবা মা ভাই বোন সবাই একসাথে করেছি। আমাদের ৩ জনেরতা অনলাইনে পেয়েছি। ভাইয়েরটার রেকর্ড ওয়েবসাইটে দেখাচ্চেনা। ১৭ ডিজিটের নাম্বার আছে। এক্ষেত্রে করণীয় কি?? পুরনো টা অনলাইনে উঠাবে নাকি নতুন করে আবেদন করতে হবে???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular